ভিতরগড় পঞ্চগড়

 ভিতরগড় পঞ্চগড়
 পঞ্চগড় শহর থেকে ১০ মাইল উত্তরে বাংলাদেশ- ভারত সীমান্ত বরাবর পঞ্চগড় সদর উপজেলাধীন অমরখানা ইউনিয়নে অবস্থিত এই গড়। প্রাচীন কালে উত্তরবঙ্গে বিভিন্ন সময়ে যেসব রাজ্যের কথা উল্লেখ রয়েছে সেগুলোর মধ্যে পঞ্চগড়ের ভিতরগড় উল্লেখযোগ্য। আয়তনের দিক থেকে ভিতরগড় দূর্গানগরী ছিল বাংলাদেশের সর্ববৃহৎ। প্রায় ১২ বর্গমাইল স্থান জুড়ে ভিতরগড়ের অবস্থান। ভিতরগড় দূর্গ নির্মাণের সঠিক কাল নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এই দূর্গ একই সময়ে নির্মিত হয়নি। দূর্গের প্রাথমিক কাঠামোটি পৃথূ রাজা কর্তৃক আনুমানিক ৬ষ্ঠ শতকের দিকেই নির্মিত হয়। অতঃপর পাল বংশীয় রাজাদের দ্বারা এই অঞ্চল অধিকৃত ও শাসিত হওয়ার কালে গড়ের সম্প্রসারণ ঘটেছিল।

যোগাযোগঃটেলিফোনঃ ০৫৬৮-৬১২৩৩ই-মেইল- unopanchagarh@mopa.gov.bdweb-    http://panchagarhsadar.panchagarh.gov.bd/উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়পঞ্চগড় সদর, পঞ্চগড়।

কিভাবে যাওয়া যায়: পঞ্চগড় সদর উপজেলা হতে ১৫ কি.মি অতিক্রম করার পর ১ নং অমরখানা ইউনিয়নে এই ভিতরগড় এর অবস্থান। ভারতের সীমান্ত সংলগ্ন এই ভিতরগড়।

1 comment:

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.