রাউজানের ঐতিহ্যবাহী রাজবাড়ি
চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের গহিরা থেকে চিকদাইর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে এই ঐতিহ্যবাহী রাজবাড়ি অবস্থিত। বাড়ির মালিকের নাম- আমানুল্লাহ আল ছকীর (ছুট্টু)। এই বাড়িতে বিভিন্ন ধরনের আকর্ষণীয় দ্রব্যাদি আছে। যেমন- ঘোড়া, কুকুর, খরগোশ, বড় গাভী, হাঁস, ভেড়া, ছাগল, ফুলের বাগান, নার্সারী। পুকুরে বড় বড় মাছ ও চারদিকে পর্যটকদের জন্য বসার সু-ব্যবস্থা আছে। এ বাড়িতে মেহমানদের থাকার জন্য আলাদা কক্ষ আছে।
কিভাবে যাওয়া যায়:
চট্টগ্রাম শহর হতে বাসযোগে রাউজান উপজেলার গহিরায় নামতে হবে। এরপর গহিরা হতে রিক্সা/ ট্যাক্সিযোগে চিকদাইর উচ্চ বিদ্যালযের ২৫ গজ দক্ষিণ-পশ্চিমে আসলে এই ঐতিহ্যবাহী বাড়িটির দেখা পাওয়া যাবে।
No comments
Thanks