রাজস্থলী ঝুলন্ত সেতু রাঙ্গামাটি

 রাজস্থলী ঝুলন্ত সেতু রাঙ্গামাটি
 ডেয়ারিং টাইগার্সের সকল সৈনিকের শ্রমে নির্মিত এই রাজস্থলী ঝুলন্ত সেতুটি উদ্ধোবন করা হয় ১৯৮৭ খ্রি:। এই সেতুটি রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর রাজস্থলী বাজার ও ২নং গাইন্দ্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নারামূখ মারমা পাড়ার সাথে সংযোগ স্থাপন করেছে। বর্ষা মৌসুমে নদীতে বন্যার প্রবণতায় উক্ত দুই ইউনিয়নের মধ্যে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণরুপে বিচ্ছিন্ন হয়ে যেত। সেতুটি হওয়ার পর থেকে উক্ত দুই ইউনিয়নের যোগাযোগ আজ অবধি সুষ্ঠভাবে বহমান রয়েছে। থাকা-খাওয়ার ব্যবস্থাঃ-উপজেলা রেস্টহাউস ও স্থানীয় কিছু খাবার হোটেল রয়েছে।

কিভাবে যাওয়া যায়: যাতায়াত ব্যবস্থাঃ-রাঙ্গামাটি ও চট্টগ্রাম হতে বাস/মাইক্রোযোগে রাজস্থলী যাওয়া যাবে। রাজস্থলী সদরে এই সেতুর অবস্থান।

No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.