বনশ্রী পর্যটন কমপ্লেক্ম রাঙ্গামাটি

 বনশ্রী পর্যটন কমপ্লেক্ম রাঙ্গামাটি
 বনশ্রী পর্যটন কমপ্লেক্ম আধুনিকমানের একটি পিকনিক স্পট এবং হানিমুন কটেজ। এখানে রয়েছে অত্যন্ত নিবিড় পরিবেশে পিকনিক করার সুব্যবস্থা। একদিকে নয়নাভিরাম কর্ণফুলি নদী অন্যদিকে রয়েছে প্রকৃতির অপরুপ সৃষ্টি পাহাড়ের ছোঁয়া যা এ স্পটকে করেছে অত্যন্ত প্রাণবন্ত। এ পর্যটন কমপ্লেক্মে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত একটি আবাসন কক্ষ ও একটি সাধারণ আবাসন কক্ষ। রয়েছে উন্নতমানের খাওয়ার সুব্যবস্থা। এখানে নিজস্ব প্রশিক্ষিত গাইডের মাধ্যমে রয়েছে নৌকাভ্রমণ, পাহাড়ে চলার ব্যবস্থা। থাকা-খাওয়ার ব্যবস্থাঃ-কাপ্তাই-এ থাকা ও খাওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের রেস্টহাউস ও বেসরকারী পর্যায়ে কিছু আবাসিক হোটেল রয়েছে। এছাড়া রাঙ্গামাটি অবস্থান করেও কাপ্তাইয়ের বিভিন্ন দর্শণীয় স্থান ঘুরে আসা যায়।

কিভাবে যাওয়া যায়: যাতায়াত ব্যবস্থাঃ-রাঙ্গামাটি থেকে জল ও স্থল উভয় পথেই কাপ্তাই যাওয়া যায় (সময় লাগে ১ থেকে ২ ঘন্টা)। বাস, মাইক্রো, অটোরিক্মা, ইঞ্জিনচালিত বোটযোগে যাওয়া যায়। চট্টগ্রাম বহদ্দারহাট হতেও বাসযোগে যাওয়া যায়। কাপ্তাই যাওয়ার আঘে বড়ইছড়ি পার হয়ে ওয়াগ্গাছড়া বনশ্রী পর্যটন কমপ্লেক্মে নামতে হবে।

No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.