নানুপুর গৌতম বিহার ফটিকছড়ি

 নানুপুর গৌতম বিহার ফটিকছড়ি
 নানুপুর গৌতম বিহার ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নে অবস্থিত। বৌদ্ধ পূর্ণিমা ও মাঘী পূর্ণিমা উপলক্ষে এ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আগমন ঘটে। বিহার প্রাঙ্গনে কঠিন চীবর দান উৎসবের সময় মূলত বৌদ্ধ ভিক্ষুদেরকে ত্রি-চীবর নামে বিশেষ পোশাক দান করা হয়। ধর্মাবলম্বীগণ পুণ্যের আশায় প্রতি বছর এভাবে চীবরসহ ভিক্ষুদের অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীও দান করে থাকেন। প্রবারণা পূর্ণিমার সময় ফানুস উড্ডয়নের অনুষ্ঠান নানুপুর গৌতম বিহারের অন্যতম আকর্ষণ।      কিভাবে যাওয়া যায়: চট্টগ্রাম শহর থেকে নাজিরহাট বা খাগড়াছড়ির বাস যোগে ঝংকার নেমে সিএনজি যোগে নানুপুর গৌতম বিহার যাওয়া যাবে।

No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.