মরহুম - বাউল সর্ম্রাট শাহ আব্দুল করিম এর বাড়ি

মরহুম - বাউল সর্ম্রাট শাহ আব্দুল করিম এর বাড়ি

 ভাটি অঞ্চলের  প্রাণপুরুষ বাউল সম্রাট শাহ আব্দুল করিম। শাহ আব্দুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামের কালনী নদীর তীরে জন্মগ্রহণ করেন। নানা অভাব-অনটন, দুঃখ-দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা এ বাউল এক সময় সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর এলাকা চষে বেড়িয়েছেন। আর কালে কালে মানুষের দুঃখ দুর্দশা দেখে তা নিয়ে গান রচনা করে গেছেন। এই গানে যেমন ছিল আনন্দ তেমনি ছিল জীবন সংগ্রামের প্রেরণা। আর এ কারণেই তাঁকে দেওয়া হয়েছে ‘বাউল সম্রাটের’ মর্যাদা।অনেক অভাব অনটনের মধ্যে বেড়ে উঠলেও গানের প্রতি ছিল তাঁর অগাদ ভালবাসা। তাঁর স্মৃতি বিজরিত বাড়িটি আজও অনেক মানুষ দেখতে আসে।

কিভাবে যাওয়া যায়: দিরাই উপজেলা হইতে হেমন্তে রিস্কা ৫০/- সি এন জি ২০/- মটর বাইক ৫০/- , বর্ষায় নৌকা ২০/- ।

No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.