আছিম শাহ'র মাজার সুনামগঞ্জ

 আছিম শাহ'র মাজার সুনামগঞ্জ

 হযরত আছিম শাহর মাজারটি জগন্নাথপুর উপজেলা সদর হতে প্রায় ১.৫ কিঃ মিঃ দূরে বাড়ীজগন্নাথপুরমৌজার আছিমনগরে অবস্থিত। তিনি সুফী সাদক মরমী শিল্পী ছিলেন। তিনি ১২৫০ বঙ্গাব্দের আশ্বিন মাসেজন্ম গ্রহণ করেন এবং ১৩৫৩ বঙ্গাব্দের ২৬ আশ্বিন মৃত্যু বরণ করেন। তিনি মহান বাউল সাধক কবিরাধারমণ দত্ত এর সমসাময়িক কবি ছিলেন। তিনি প্রায় সহস্রাধিক গান রচনা করেছেন মর্মে জানা যায়।তার পিতার নাম ছিল শাহ বদর উদ্দিন মুন্সী। তার পিতা একজন আলীম ও হেকিম শাস্ত্রে পারদর্শী ছিলেন। বর্তমানে মাজারটি আছিম শাহ এর প্রৌপুত্র জনাব খোয়াজ আলী এর তত্বাবধানে আছে।
 কিভাবে যাওয়া যায়: উপজেলা সদর হতে পায়ে হেঁটে/রিক্সা/গাড়ি।








No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.