কাট্টলী বিল রাঙ্গামাটি

কাট্টলী বিল রাঙ্গামাটি 
  ইহা কাপ্তাই লেকের সর্ববৃহৎ বিল। যা ভরা মৌসমে যখন পানি কানায় কানায় পরিপূর্ণ থাকে তখন তার অপরুপ সৌন্দর্য নৌকাযোগে ঘুরে ঘুরে অবলোকন করা  যায়। বিলের দুই পাড়ে বড় বড় পাহাড় অবস্থিত।
 থাকা-খাওয়ার ব্যবস্থাঃ-রাঙ্গামাটি শহরে আবাসন ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এছাড়াও লংগদু উপজেলায় সীমিত আকারে আবাসন ও খাওয়ার সুবিধা রয়েছে। 
কিভাবে যাওয়া যায়: যাতায়াত ব্যবস্থাঃ-রাঙ্গামাটি থেকে নৌপথে লংগদু যাওয়ার পথে কাট্টলরি বিল পাওয়া যায়। রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে প্রতিদিন সকাল ৭.৩০ থেকে ১০.৩০ ঘটিকার মধ্যে লঞ্চ ছাড়ে। ভাড়া জনপ্রতি ৯০-১৫০ টাকা। সময় লাগে ৩-৪ ঘন্টা। লংগদু সদর হতেও নৌকাযোগে কাট্টলীর বিলে পৌঁছানো যায়।

No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.