ইলিশ চত্বর চাঁদপুর

ইলিশ চত্বর চাঁদপুর

চাঁদপুর স্টেডিয়ামের মূল ফটকের বিপরীতে তিন রাস্তার মোড়ে গোলাকার বেদীর ওপর স্টিল স্ট্রাকচার নির্মিত দৃষ্টিনন্দন ভাস্কর্যটিই ‘ইলিশ চত্বর’। নদী বিধৌত জনপদ হিসেবে ইলিশের ঐতিহ্যকে ধারণ করে ভাস্কর স্বপন আচার্যের পরিকল্পনায় চাঁদপুর পৌরসভা কর্তৃক নির্মিত এ ভাস্কর্যটি পর্যটকদের সহজেই আকৃষ্ট করে।

কিভাবে যাওয়া যায়: চাঁদপুর জেলার বাস স্ট্যান্ড এর পাসে এবং স্টেডিয়াম সামনে অবস্থিত। শপথ চত্তর মোড় থেকে রিক্সা, অটোরিক্সা, বা নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া যায়। শপথ চত্তর থেকে এর দূরত্ব মাত্র ১ কিলোমিটার।

No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.