ডিসির বাংলো চাঁদপুর

 ডিসির বাংলো চাঁদপুর
ডিসির বাংলো জুড়ে তরুদের ভিড় তারই শাখে মগডালে পাখিদের নীড়। প্রতিদিন সন্ধ্যায় কিচির-মিচির  নীড়ে ফেরা পাখিদের কলহ নিবিড়। নদী হতে নেয়ে উঠে পানকৌড়ি  ডিসির বাগানে উড়ে যায় দৌড়ি।বকগুলো দল বেঁধে মাছের আহার খেয়ে গাছে মিলেমিশে রাত করে পার। নদী হতে ইলিশের খেয়ে ভুরিভোজ পাখিগুলো বিশ্রাম নেয় গাছে রোজ । ভালোবেসে জড়াজড়ি গাছের শাখায় পাখির প্রেমের নীড়ে পথিক তাকায়।

  কিভাবে যাওয়া যায়: চাঁদপুর জেলা প্রেস ক্লাবের সামনে ও সদর হাসপাতালের পাশে। বাসস্ট্যান্ড থেকে রিক্সা, অটোরিক্সা, বা নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া যায়। ইলিশ চত্তর থেকে এর দূরত্ব মাত্র ১ কিলোমিটার



No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.