অরুণ নন্দী সুইমিংপুল চাঁদপুর

 অরুণ নন্দী সুইমিংপুল চাঁদপুর

 চাঁদপুরের সাঁতারের ঐতিহ্যকে লালন করে কৃতী সাঁতারু সৃষ্টির লক্ষ্যে চাঁদপুর স্টেডিয়ামের দক্ষিণ পূূর্ব প্রান্তে আউটার স্টেডিয়াম ঘেঁষে ২০০২ সালে একটি সুইমিংপুল নির্মাণ করা হয়। অরুণ নন্দীর নামানুসারে সুইমিংপুলের নামকরণ করা হয়, যিনি ছিলেন চাঁদপুরের কৃতী সন্তান এবং জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাঁতারু। 
কিভাবে যাওয়া যায়: চাঁদপুর স্টেডিয়াম এর পাশে অবস্থিত। চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র শপথ চত্তর মোড় থেকে রিক্সা, অটোরিক্সা, বা নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া যায়। শপথ চত্তর থেকে এর দূরত্ব মাত্র ১ কিলোমিটার। এবং বাস স্ট্যাড এর পাশে।

No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.