সেন্টমার্টিনের ১০৬ হোটেল ও রিসোর্ট সরানোর নির্দেশ Sentrimartin's 106 hotels and resorts to move

সেন্টমার্টিন দ্বীপে অবৈধভাবে গড়ে ওঠা ১০৬টি হোটেল, রিসোর্ট ও গেস্টহাউস সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আগামী ১০ মের মধ্যে মালিকপক্ষকে নিজ দায়িত্বে স্থাপনাগুলো সরিয়ে নিতে বলা হয়েছে। গত শনিবার মালিক কর্তৃপক্ষকে নোটিশ দিয়ে বিষয়টি অবহিত করা হয়।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মো. মুবিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত নোটিশের কপি গত শনিবার সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মাসুদ করিম বলেন, অবৈধভাবে স্থাপনা নির্মাণের কারণে পরিবেশ আইন অনুযায়ী তাদের নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। আগামী ১০ মের মধ্যে এসব স্থাপনা না সরালে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে উচ্ছেদ করা হবে।
এর আগে গত ২১ এপ্রিল সেন্টমার্টিনে ৩৮টি আবাসিক হোটল ভাঙার নির্দেশ দিয়েছিল পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়। ২০ মের মধ্যে হোটেল মালিক পক্ষকে নিজ দায়িত্বে হোটেলগুলো ভেঙে তা সরিয়ে নিতে বলা হয়

No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.