পাদ্রিশিবপুর গীর্জা বরিশাল

 পাদ্রিশিবপুর গীর্জা বরিশাল

 আঠার শতকের মাঝামাঝি সময়ে পর্তুগীজরা এখানে বসতি স্থাপন করে। পরবর্তীতে মিশনারী ধর্মযাজকরা নিম্নবর্ণের দরিদ্র হিন্দুদেরকে খৃষ্ট ধর্মে দীক্ষিত করেন। এখানে রোমান ক্যাথলিক গীর্জা, পর্তুগীজদের ইমারত ও স্মৃতি সৌধ রয়েছে।
বাকেরগঞ্জ উপজেলার দর্শনীয় স্থান সমূহ
নামঃ বাকেরগঞ্জ উপজেলার একমাত্র ভাসষাসৈনিক মোঃ মোবারক হোসেনের জন্ম স্থান ও মাজার
কিভাবে যাওয়া যায়ঃ বাকেরগঞ্জ সদরের সাহেবগঞ্জ খেয়া পার হয়ে মোটর সাইকেল, রিকশা বা ভ্যান যোগে প্রায় ৬ কিঃ মিঃ দূরত্বে ঢাপরকাঠী বাজারের উত্তরে গারুড়ীয়া ইউনিয়নের রবিপুর ও মেউর গ্রামের পাঁশ ঘেঁষে উত্তর ঢাপরকাঠী গ্রামে অবস্থিত।
অবস্থানঃ বাকেরগঞ্জ উপজেলাধীন কলসকাঠী ইউনিয়নস্থ উত্তর ঢাপরকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছেই হাওলাদার বাড়ীতে জন্ম স্থান ও মাজার অবস্থিত।
নামঃ কলসকাঠী জমিদার বাড়ি
কিভাবে যাওয়া যায়ঃ বাকেরগঞ্জ উপজেলা সদরের সাহেবগঞ্জ খেয়া পার হয়ে মোটর সাইকেল, রিকশা বা ভ্যান যোগে প্রায় ৩ কিঃ মিঃ দূরত্বে কলসকাঠী বাজারের কিছুটা আগে জমিদার বাড়িটির অবস্থান।
অবস্থানঃ বাকেরগঞ্জ উপজেলাধীন কলসকাঠী ইউনিয়নস্থ কলসকাঠী বাজার সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছেই জমিদার বাড়িটি অবস্থিত।
নামঃ পাদ্রিশিবপুর গীর্জা
কিভাবে যাওয়া যায়ঃ বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মোটর সাইকেল, টেম্পু অথবা বাস যোগে সরাসরি পাদ্রিশিবপুর যাওয়া যায়। দূরত্ব ৬ কিঃ মিঃ।
অবস্থানঃ বাকেরগঞ্জ উপজেলাধীন ১৩ নং পাদ্রিশিবপুর ইউনিয়নেই এর অবস্থান।
নামঃ চরামদ্দী মুঙ্গাখাঁন জামে মসজিদ
কিভাবে যাওয়া যায়ঃ বাকেরগঞ্জ অথবা বরিশাল শহর থেকে নতুন তৈরীকৃত ভোলার রাস্তা হয়ে যেতে হয়।
অবস্থানঃ চরামদ্দী ইউনিয়ন
বিঃ দ্রঃ এ ছাড়াও যদি আপনাদের কার জানামতে বাকেরগঞ্জ উপজেলার দর্শনীয় স্থান জানা থাকলে অনুগ্রহপূর্বক আমাদেরকে জানালে আপনাদের কাছে কৃতার্থ থাকব

No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.