কলসকাঠী জমিদার বাড়ি বরিশাল

 কলসকাঠী জমিদার বাড়ি বরিশাল

বাকেরগঞ্জ তৎকালীণ আওরঙ্গপুর পরগণার অন্তর্ভূক্ত ছিল। আওরঙ্গপুর পরগণার জমিদারীর প্রতিষ্ঠাতা জানকী বল্লভ গারুড়িয়ার পৈত্রিক নিবাস ত্যাগ করে কলসকাঠী গ্রামে বসতি স্থাপন করে। তাঁর বংশধররা প্রতাপশালী জমিদার ছিলেন। তাঁদের একজন বিশ্বেশ্বর রায় চৌধুরী এ বাড়িটি নির্মাণ করেন। জমিদার পরিবারের কিছু সদস্য পাকিস্তান আমলে ভারত চলে যান। জমিদার বাড়ির ধবংসস্তুপ কালের স্বাক্ষী হয়ে এখনও টিকে আছে।
কিভাবে যাওয়া যায়: বাকেরগঞ্জ উপজেলা সদরের সাহেবগঞ্জ খেয়া পার হয়ে মোটর সাইকেল, রিকশা বা ভ্যান যোগে প্রায় ৩ কিঃ মিঃ দূরত্বে কলসকাঠী বাজারের কিছুটা আগে জমিদার বাড়িটির অবস্থান।

No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.