মায়ের অধিকার
কয়েক বছর পরে... শাকিব খানের ছেলে একটা সিনেমা করবে, নাম হবে 'মায়ের অধিকার'। নায়ক থাকবে জয়, ভিলে
ন শাকিব খান।
ডায়লগ:
ছেলে: আজ থেকে ২০ বছর আগে তুমি আমার মাকে স্ত্রী হিসেবে গ্রহন করতে অস্বীকার করেছিলে। আমাকে বাবা ডাক থেকে বঞ্চিত করেছিলে। আমি তোমাকে ক্ষমা করবোনা খান। আজ তোমার ১ দিন আর আমার যেই কই দিন লাগে। ওইইইই ডিশুম্যাঁএএএএ।
অপু বিশ্বাস: না বাবা, ও কথা বলেনা। সে শত হলেও তোর জন্মদাতা বাবা। আমার সোয়ামি। তার রক্ত তোর শরীরে। ক্ষমা কইরা দে।
শাকিব খান: আয় বাবা বুকে আয়, একবার আমাকে বাবা বলে ডাক
ছেলে : বাবা আ আ আ
একটা গান হবে......... দর্শকের চোখে আনন্দের পানি।
সিনেমা শেষ
No comments
Thanks