দুর্ঘটনা কত ভয়ংকর ও নির্মম হতে পারে!

  •  দুর্ঘটনা কত ভয়ংকর ও নির্মম হতে পারে! 

একসঙ্গে তিন দম্পতির প্রাণ কেড়ে নিল

ছেলেকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে বেরিয়েছিলেন এক দম্পতি। কাজ শেষে নববিবাহিত এক দম্পতি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। আরেক দম্পতি ব্যস্ত ছিলেন সড়কের পাশে ধানমাড়াইয়ে। হঠাৎ এক দুর্ঘটনা একসঙ্গে কেড়ে নিল তাঁদের সবার প্রাণ।

গোপালগঞ্জের কাশিয়ানীতে আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা এলাকায় যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে তাঁদের মৃত্যু হয়। এছাড়া দুর্ঘটনাকবলিত ব্যক্তিগত গাড়িটির চালক এবং সেখানে থাকা দম্পতির সন্তানও মারা


গেছেন। এ নিয়ে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছ আটে।

একটি দুর্ঘটনা কত ভয়ংকর ও নির্মম হতে পারে!  আপনি-আমি কল্পনা করতে পারি! চলাচলে সবাইকে সতর্কতা অবলম্বনের অনুরোধ করছি।

No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.