কুন্দ পুকুর মাজার নীলফামারী
কুন্দ পুকুর মাজার নীলফামারী
নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নে ’কুন্দুপুকুর মাজার’ অবস্থিত। সূদুর পারস্য হতে এ এলাকায় ইসলাম ধর্ম প্রচারের জন্য হযরত মহিউদ্দিন চিশ্তি (রাঃ) আসেন। ইসলামের এ মহান সাধকের মাজার‘ কুন্দুপুকুর মাজার’ হিসাবে পরিচিত । জেলা সদর থেকে দুরত্ব ৫ কিঃমিঃ। এখানে একটি মসজিদ, একটি হেফজখানা, একটি বড় পুকুর আছে। হেফজখানায় ১৭ জন ছাত্র হেফজ করছেন। প্রতি বছর ৫ মাঘ এখানে বার্ষিক ওরশ হয়। ওরশে দূর দুরান্ত থেকে অসংখ্য ভক্ত এখানে আসেন। নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সভাপতি করে ৫ সদস্যের এডহক কমিটি মাজার পরিচালনা করছেন।
কিভাবে যাওয়া যায়: নীলফামারী শহর থেকে সড়কপথে কুন্দপুকুর মাজার শরীফে যাওয়া যায়।
নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নে ’কুন্দুপুকুর মাজার’ অবস্থিত। সূদুর পারস্য হতে এ এলাকায় ইসলাম ধর্ম প্রচারের জন্য হযরত মহিউদ্দিন চিশ্তি (রাঃ) আসেন। ইসলামের এ মহান সাধকের মাজার‘ কুন্দুপুকুর মাজার’ হিসাবে পরিচিত । জেলা সদর থেকে দুরত্ব ৫ কিঃমিঃ। এখানে একটি মসজিদ, একটি হেফজখানা, একটি বড় পুকুর আছে। হেফজখানায় ১৭ জন ছাত্র হেফজ করছেন। প্রতি বছর ৫ মাঘ এখানে বার্ষিক ওরশ হয়। ওরশে দূর দুরান্ত থেকে অসংখ্য ভক্ত এখানে আসেন। নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সভাপতি করে ৫ সদস্যের এডহক কমিটি মাজার পরিচালনা করছেন।
কিভাবে যাওয়া যায়: নীলফামারী শহর থেকে সড়কপথে কুন্দপুকুর মাজার শরীফে যাওয়া যায়।
কুন্দ পুকুর মাজার নীলফামারী সম্পর্কে কোনো কোনো ধারণা আগে ছিল না।
ReplyDeleteধন্যবাদ
# Best of Bangladesh
Thanks you so much!
DeleteThanks Porosh
ReplyDelete