ঢাল চর ভোলা

 ঢাল চর ভোলা

বিগত এক দশক আগে ঢাল চর বন্য়ন কর্মসূচি হাতে নেয়া হয়, যা থেকে এটি একটি আকর্ষণীয় পর্যটন স্থানে পরিনত হয় ।। এছাড়া ঢাল চর বিভিন্ন বনে হরিণ দেখথতে পাওয়া যায় । ঢাল চরের দক্ষিণ  দিক বঙ্গোপসাগরের সাথে মিশে একটি সৈইকতের সৃষ্টী হয়েছে। আর এই স্থানটির নাম হল তারুয়া । ইতোমধ্যে তারুয়া স্থানটি অনেকের মনোযোগ আকর্ষণ করে নিয়েছে । এখানকার কেওড়া বাগানটি এর সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে ।  এখানে মেঘনা নদীর ঢেউ এমন রূপ পায় যা দেখলে মনে হবে আপনি সাগরের কোন সৈকতে অবস্থান করছেন । সরকার যদি একটু নজর দেয় তাহলে এটি বাংলাদেশের অন্যতম একটি আকর্ষণীয় পর্যটন স্থানে পরিণত হতে পারে ।
কিভাবে যাওয়া যায়: ভোলা থেকে প্রথমে চর ফ্যাশন এর চর ক্চ্ছপিয়াতে যেতে হবে । সেখান থেকে ট্রলার, নৌকা আথবা ছোট ছোট লঞ্চ দিয়ে ঢাল চর যাওয়া যায় ।

No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.