মিয়া বাড়ি মসজিদ ঝালকাঠী

মিয়া বাড়ি মসজিদ ঝালকাঠী



 শাহজাদা সুজার সঙ্গী হিসেবে এসে বর্তমান ভারুকাঠিতে আসত্মানা গাড়েন শেখ  আব্দুল মজিদ। নির্মাণ করেন পাকা মসজিদ। মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট। এর দেয়াল ৪২ ইঞ্চি পুরু। মসজিদের সামনে দিঘি ঘাটলা বাঁধানো। এ দিঘি বাঁধানো ঘাটলা শেরে বাংলার স্মৃতি বিজড়িত। এখানে  কয়েক শত বছরের পুরাতন গাবগাছটিও শেরে বাংলার স্মৃতি বিজড়িত।
কিভাবে যাওয়া যায়: প্রথমে ঝালকাঠী কলেজ মোড় গিয়ে বাস যোগে নবগ্রাম যেতে হবে, এর পরে টেম্পু যোগে গুদিগাটা নামতে হবে, এর পরে একটু ভিতরে বামে গিয়ে এই ভারুকাঠী মিয়া বাড়ী তিন ঘম্বুজ জামে মসজিদ।

No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.