লোভাছড়া পাথর কোয়ারী সিলেট

লোভাছড়া পাথর কোয়ারী সিলেট

বালাদেশের অন্যতম ও সিলেট জেলার বিখ্যাত এবং কানাইঘাট উপজেলার শ্রেষ্ট পাথর কোয়ারী হচ্ছে লোভা পাথর কোয়ারী। ভারতীয় টিলা থেকে উৎপন্ন সুরমা নদীর শাখা নদী হচ্ছে লোভা নদী। এ নদী থেকে প্রতিদিন পাথর উত্তোলন করে হাজার হাজার শ্রমিক তাদের জীবিকা নির্বাহ করছে। এছাড়া এখানকার পাথর দ্বারা দেশের বিভিন্ন প্রান্তে দালান-কোঠা নির্মাণ করা হচ্ছে।
 কিভাবে যাওয়া যায়: সিলেট থেকে প্রথমে ৪০ টাকার বাস ভাড়া দিয়ে কানাইঘাট উপজেলা সদর আসতে হবে। তারপর নৌকা ঘাটে এসে ইঞ্জিন নৌকার মাধ্যমে ২৫ টাকার ভাড়া দিয়ে আপনি লোভাছড়া পাথর কোয়ারী পৌঁছাতে পারবেন।

1 comment:

  1. Bangladesh is that the land of green countryside, Serpentine River, natural wonders and colorful cultural life. it's a dream destination for any quite tourists because it has some amazing sites to die for. That's why travel destinations in Bangladesh are creating much fuss round the world.
    I found something
    Click Here

    ReplyDelete

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.