ফেঞ্চুগঞ্জ সার কারখানা সিলেট

ফেঞ্চুগঞ্জ সার কারখানা সিলেট
ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ (ফেঞ্চুগঞ্জ সার কারখানা) এটি এশিয়ার প্রথম সার কারখানা।ফেঞ্চুগঞ্জ উপজেলা হতে প্রায় ০৫ কিলোমিটার দক্ষিণে সিলেট-মৌলভীবাজার হাইওয়ে রোডের পূর্ব দিকে হাইওয়ে রোড হতে ০১ কিলোমিটার দূরে অবস্থিত। দেশের প্রথম ও সর্ববৃহৎ সার কারখানা হচ্ছে ফেঞ্চুগঞ্জ সারকারখানা। এই কারখানাটি ১৯৬১ সালে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইগাঁও ইউনিয়নের অবস্থিত।  থাকার ব্যবস্থা:জেলা পরিষদের আওতাধীন একটি ডাকবাংলো উপজেলা পরিষদের কাছিাকাছি স্থানে রয়েছে। সেখানে উপজেলা নির্বাহী অফিসারের পুর্বানুমতি গ্রহণ করে নির্ধারিত ভাড়া পরিশোধ সাপেক্ষে অবস্থান করা যাবে।ফেঞ্চুগঞ্জ সারকাখানর আওতাধীন ভিআইপি সুবিধা সম্মিলিত রেষ্ট হাউস রয়েছে।ফেঞ্চুগঞ্জ উপজেলায় কোন বেসরকারী আবাসিক হোটেল নেই।

কিভাবে যাওয়া যায়: ফেঞ্চুগঞ্জ উপজেলা হতে প্রায় ০৫ কিলোমিটার দক্ষিণে সিলেট-মৌলভীবাজার হাইওয়ে রোডের পূর্ব দিকে হাইওয়ে রোড হতে ০১ কিলোমিটার দূরে অবস্থিত।

1 comment:

  1. Also world's largest mangrove forest Shundarbans and Royal Bengal tiger are found here. Beside that Bangladesh hosts world's biggest garden at Sylhet. Also Bangladesh has the remains of the world's biggest monastery. So if anyone travels to Bangladesh can see of these fascinating top destinations of the planet.
    I found something
    Click Here

    ReplyDelete

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.