চর মনপুরা ভোলা

 চর মনপুরা ভোলা


 বিগত এক দশক আগে চর মনপুরায় বন্য়ন কর্মসূচি হাতে নেয়া হয়, যা থেকে এটি একটি আকর্ষণীয় পর্যটন স্থানে পরিনত হয় । এখানে প্রতি বছর ঐতিহ্যবাহী কৃষ্ণপ্রসাদ মেলা বসে । এছাড়া মনপুরার বিভিন্ন বনে হরিণ দেখথতে পাওয়া যায় । আর মনপুরার ইলিশ খুবি সুস্বাদু।
কিভাবে যাওয়া যায়: ভোলা থেকে প্যথমে তজুমুদ্দিন সি ট্রাক ঘাটে যেতে হবে । সেখান তেকে বিকাল ৩.০০ টায় সি ট্রাক দিয়ে মনপুরায় যাওয়া যায় ।এছাড়া ঢাকা তেকে আসা লঞ্চেও মনপুরা যাওয়া যায় । আথবা দিনের বিভিন্ন সময় ট্রলার যোগেও মনপুরা যাওয়া যায় ।


No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.