ভাটিয়ারী

 ভাটিয়ারী সীতাকুণ্ড


 চট্টগ্রাম শহর থেকে মাত্র ১৫ কিঃমিঃ দূরত্বে সীতাকুণ্ড উপজেলার দক্ষিণাংশে ভাটিয়ারী ইউনিয়ন অবস্থিত। সবুজ পাহাড়, কাক চক্ষুর মত স্বচ্ছ লেকের পানি, সেনাবাহিনী নিয়ন্ত্রিত গলফ কোর্স এসবকিছু মিলিয়ে অসাধারণ প্রাকৃতিক রূপবৈচিত্রে ভরপুর ভাটিয়ারী। সম্পূর্ণ অঞ্চলটি সেনাবাহিনী নিয়ন্ত্রিত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থাও খুব উন্নত।প্রকৃতির অপার সৌন্দর্যে গড়ে ওঠা ভাটিয়ারী গলফ এ্যান্ড কান্ট্রি ক্লাব বাংলাদেশের ২য় বৃহত্তম এবং সবচেয়ে মানসম্পন্ন গলফ ক্লাব। এখানে সারা বছর ধরে নানা দেশী এবং আর্ন্তজাতিক গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সুবিশাল আয়তনের ও প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী এ ক্লাবের সদস্য প্রায় ৮০০। ভাটিয়ারী-হাটহাজারী সড়কে মিনিট খানেক গাড়ি এগুলেই পাহাড়িপথের শুরুটাই এমন যে তাক লাগিয়ে দেয় আগতদের। রাস্তার দু’ধারে রয়েছে জোড়া লেক। বর্ষাকালে ভাটিয়ারী লেকের উপচে পড়া পানি ভ্রমণপিয়াসীদের শিহরিত করে, একইসাথে পাহাড় এবং পাহাড়ের কোলে সূর্যাস্ত মনকে ভরিয়ে দেয়। পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা গলফ ক্লাব মাঠের দৈর্ঘ্য প্রায় ৬৫০০ গজ। ক্লাবের সামনেই রয়েছে এক গলফারের ভাস্কর্য।সীতাকুণ্ড ভ্রমণকারীদের জন্য ভাটিয়ারী গলফ ক্লাব অন্যতম একটি আকর্ষনীয় স্থান যা প্রাকৃতিক জলাধার এবং পাহাড় দিয়ে আবৃত। পর্যটকেরা চাইলে লেকে নৌকাভ্রমণের স্বাদ নিতে পারবেন এবং নির্ন্য সূর্যাস্ত দেখার অসাধারণ সুবিধার ব্যবস্থাও রয়েছে। যদিও এই এলাকা বাংলাদেশ মিলিটারী একাডেমীর নিয়ন্ত্রনাধীন, ভ্রমণকারীরা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি সাপেক্ষে এ এলাকা ভ্রমণ করতে পারবেন। অত্র এলাকায় প্রবেশ করার সময় কোন ক্যামেরা, রেকডিং ডিভাইস আনা যাবে না এবং এলাকার কোন ছবি তোলা যাবে না।
কিভাবে যাওয়া যায়: চট্টগ্রাম শহর থেকে সরাসরি ভাটিয়ারী যেতে সিএনজি অটোরিক্সা ভাড়া পাওয়া যাবে দেড়শত থেকে দুইশত টাকার মধ্যে। আর পাবলিক বাসে ভাটিয়ারী যেতে হলে নগরীর প্রবেশমুখ অলংকার সিটি গেইট এলাকা থেকে বাসে উঠতে হবে। ভাড়া নিবে জনপ্রতি ১৫ টাকা থেকে ২০ টাকা।দিষ্ট টাকার বিনিময়ে লেকে ছিপ দিয়ে মাছ শিকারের সুযোগ পাবেন। এখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন জাতের গাছ ও পশুপাখি দেখা যায়। ভাটিয়ারী সান সেট পয়েন্ট থেকে পর্যটকদের জ

No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.