বেলগাঁও চা বাগান বাঁশখালী

বেলগাঁও চা বাগান বাঁশখালী

বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের পাহাড়ী এলাকার প্রায় ৩ হাজার একর জায়গা জুড়ে বেলগাঁও চা বাগানটি অবস্থিত। এটি ব্রাক এর ব্যপস্থাপনায় সৃজিত ও পরিচালিত। চা বাগানে উঁচু নিচু পাহাড়ের চূড়ায় কেবল চা গাছ দেখা যায়। এ বাগানের চা অত্যন্ত সুস্বাদু এবং গুণগত মানসম্পন্ন। ২০১৮ সালে এ বাগানে ৩ লক্ষ ৫০ হাজার কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে চা বাগান কর্তৃপক্ষ তাদের কার্যক্রম পরিচালনা করছে। ক্লোন চা উৎপাদনে বাগানটি বর্তমানে দেশের অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে যা মূলতঃ বিদেশে রপ্তানী হয়। চা-বাগান কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে প্রতিদিন বাগানের সর্বত্র আধুনিক উপায়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় প্রতিদিনই নতুন নতুন কচি পাতা গজিয়ে উঠছে। শীত মৌসুম আসতে না আসতেই এই চা-বাগানে পর্যটকরা ভিড় জমান বাগানের নতুন কচি পাতা গজিয়ে উঠার দৃশ্য দেখার জন্য। যেদিকে তাকানো যায় শুধু সবুজ আর সবুজের সমারোহ। পাহাড়-লেক-টিলা এসবকিছু মিলে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী বেলগাঁও চা বাগান। তাই সারা বছরই অসংখ্য ভ্রমণ পিপাসু এ চা বাগানটি পিকনিক স্পট হিসেবে ব্যবহার করে থাকেন। কিভাবে যাওয়া যায়: চট্টগ্রাম থেকে সড়কপথে ২৩কিঃমিঃ দক্ষিণে বাঁশখালী পুকুরিয়া চানপুর বাজার নেমে পূর্বদিকে ২কিঃমিঃ যে কোনো বাহনে যাওয়া যায়। 

No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.