বড়ঘোপ সমূদ্র সৈকত Sandy beach of the sea

বড়ঘোপ সমূদ্র সৈকত
বড়ঘোপ ইউনিয়নের পশ্চিমে প্রায় ৬টি ইউনিয়ন নিয়ে ২২ কিলোমিটার জুড়ে রয়েছে সমূদ্র সৈকত। বিকেলে সকল বয়সের  লোক এসে জড়ো হয়ে সাগ্ররের উত্তাল  ঢেউ,  জেলেদের মাছধরা  দেখা, মুক্ত হাওয়ায়  ঘুরে  বেড়া ও ঝাউবিথি সূন্দর্য্য উপভোগে  মেতে উঠে। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সেন্টমার্টিনের তুলনায় কুতুবদিয়া প্রাকৃতিক সৌন্দর্য্যের দিক দিয়ে কোন অংশেই কম নয়।
কিভাবে যাওয়া যায়: স্থল পথে কক্সবাজার জেলা হতে চকরিয়া ও পেকুয়া হয়ে মগনামা-বড়ঘোপ ফেরী ঘাট ডেনিস যোগে কুতুবদিয়া চ্যানেলে পার হয়ে বড়ঘোপ ঘাট হতে রিক্সা যোগে বড়ঘোপ বাজার পশ্চিমে সমুদ্র সৈকত যাওয়া যায়।

No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.