কক্সবাজারে বিএনপি-জামায়াতের ২০০ জনের বিরুদ্ধে আরো এক মামলা Another case against 200 BNP-Jamaat men in Cox's Bazar

কক্সবাজারে বিএনপি-জামায়াতের ২০০ জনের বিরুদ্ধে আরো
মামলা                                                                       কক্সবাজার বিএনপি-জামায়াতের ২০০ জন নেতাকর্মীকে আসামী করে নাশকতার অভিযোগে কক্সবাজার সদর মডেল থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে। ২০০ জন আসামীর মধ্যে ৬০ জনকে এজাহারভূক্ত ও ১৪০ অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। সদর মডেল থানার এসআই দূর্লভ চন্দ্র দাশ বাদী হয়ে ৭ নভেম্বর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারা ও ১৯০৮ সালের বিষ্পোরক আইনের ৩/৪ ধারায় মামলাটি দায়ের করা করেছেন। যার কক্সবাজার থানা মামলা নং ৩১ এবং জিআর মামলা নং ৯৩৩। মামলার ১নং আসামী কক্সবাজার পৌর বিএনপি’র সিঃ সহ-সভাপতি আবুল কাসেমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে ৮ নভেম্বর বৃহস্পতিবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।

মামলার অন্যান্য আসামীরা হলেন, জেলা জামায়াতের আমীর মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি জিএম রহিম উল্লাহ, শহিদুল আলম বাহাদুর (ভিপি বাহদূর), জেলা শিবির সভাপতি রবিউল আলম, শহর শিবির সভাপতি রিদওয়ানুল হক জিসান, সেক্রেটারি সেলিম উদ্দীন, বিএনপি’র পৌর শাখার সেক্রেটারি রাশেদ মোহাম্মদ আলী, জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম, সরওয়ার রোমন, যুবদল সভাপতি সৈয়দ আহামদ উজ্জল, ছাত্রদল সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, শহর ছাত্রদল সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মিনারুল কবির আল আমিন, পৌর বিএনপি নেতা জয়নাল আবেদীন, শফিকুর রহমান চেয়ারম্যান,  দীল মোহাম্মদ মেম্বার,  ফয়েজ উল্লাহ মেম্বার, আজমগীর তাজ জনি, মোহাম্মদ মুরাদ, কামাল উদ্দিন, শহর জাময়াত আমীর সাঈদুল আলম, শফিউল আলম খন্দকার, জাহাঙ্গীর কাসেম, জাহেদুল ইসলাম, আয়ুব মোল্লা, আমিনুল ইসলাম হাসান, রিয়াজ মোহাম্মদ শাকিল, হাফেজ আহামদ, মোজাম্মেল হক, সাদ্দাম হোসেন রেজাউল করিম, আশরাফ ইমরান, মোবারক হোসেন, হাসান মোহাম্মদ ইয়াসিন, আবু তাহের মুন্না, নুরুল আজিম, সিরাজুল হকসহ ৬০ জন।

No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.