চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন অতিথি ৬টি জেব্রা

আফ্রিকা থেকে তিন জোড়া জেব্রা আনা হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম জেব্রা আনা হল এ চিড়িয়াখানায়। ছয়টি জেব্রার মধ্যে চারটি নারী ও দুটি পুরুষ। এগুলো কিনতে খরচ হয়েছে প্রায় ৪৮ লাখ টাকা। এগুলো সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম চিড়িয়াখানায় এসে পৌঁছায়।


মঙ্গলবার বেলা ১১টায় চিড়িয়াখানায় জেব্রাগুলো উদ্বোধন করেন নতুন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ও সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। তখন জেব্রাগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। নগরীর ফয়স লেক এলাকায় ছয় একর জায়গা নিয়ে নির্মিত হয় চট্টগ্রাম চিড়িয়াখানা। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এ চিড়িয়াখানায় বর্তমানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, বাঘ, সিংহ, হরিণ, কুমির, অজগর, ভাল্লুকসহ প্রায় ৪৭ প্রজাতির প্রাণী। দীর্ঘদিন বাঘ ও সিংহ ছাড়া থাকা চট্টগ্রাম চিড়িয়াখানায় ২০১৬ সালের ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ৩৩ লাখ টাকা খরচে আনা হয় এক জোড়া বাঘ। ‘অদল-বদল’ প্রক্রিয়ায় রংপুর চিড়িয়াখানায় একটি সিংহী দিয়ে একটি সিংহ আনা হয়। চিড়িয়াখানার চিকিৎসক ও ডেপুটি কিউরেটর শাহাদাৎ হোসেন জানান, চট্টগ্রাম চিড়িয়াখানা দেশের একমাত্র চিড়িয়াখানা- যেটি দর্শনার্থীদের টিকিটের টাকা দিয়ে ব্যয় নির্বাহ হয়। ওই টাকা থেকেই জেব্রাগুলো কেনা হয়েছে।

No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.