রেজু খাল

রেজু খাল

রেজু খাল  কক্সবাজার জেলার দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত একটি পাহাড়ি নদী (খাল)। এটি একটি প্রাকৃতিক খাল। খালটির অবস্থান সার্ভে অব বাংলাদেশের টপোশিট নম্বর ৮৪সি/৩, স্কেল ১:৫০,০০০-এ পাওয়া যায়। উত্তর আরাকানের পর্বত শ্রেণি থেকে উৎপন্ন  হয়ে রেজু খাল কক্সবাজার জেলার দক্ষিণপশ্চিম দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নিচ দিয়ে আড়াআড়িভাবে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বঙ্গোপসাগরের কাছাকাছি রেজু খাল বেশ প্রশস্ত হওয়ায় জোয়ারের সময় খাল পারাপারে নৌকার প্রয়োজন হয়। ভূতাত্ত্বিকভাবে এই অঞ্চলে প্রধানত টিপাম বেলেপাথর স্তরসমষ্টির শিলারাশি দৃষ্টিগোচর হয়। রেজুখালের দুপাশের উলে­খযোগ্য স্থানসমূহ হচ্ছে মরিচ্যাপালং, জালিয়াপালং, ধোয়াপালং, ধেচুয়াপালং, পাগলিপাড়া ও রেজুপাড়া। সম্প্রতি নির্মাণাধীন কক্সবাজার-টেকনাফ সমুদ্র সৈকত মহাসড়ক প্রকল্পের জন্য রেজু খালের উপর দিয়ে একটি সড়ক সেতু নির্মিত হয়েছে।

No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.