মাহিলাড়া মঠ বরিশাল

 মাহিলাড়া মঠ বরিশাল

নবাবআলীবর্দি খানের ১৭৪০-১৭৫৬ সনের শাসনামলে সরকা রুপরাম দাস গুপ্ত নামক এক ব্যাক্তি কর্তৃক নির্মিত। ইহা সরকার মঠ নামেও পরিচিত। মঠটির উচ্চতা ভুমি হতে প্রায় ২৭.৪০ মিটার। মঠটি বর্গাকারে নির্মিত ভিতরে একটি কক্ষ এবং পশ্চিম দেয়ালে একটি খিলান যুক্ত প্রবেশ পথ সহ অলংকরণ রয়েছে। বর্নিত বিবেচনায় মঠটি পর্যটন এলাকা হিসাবে চিহ্নিত করা যেতে পারে। উল্লেখ্য যে, মাহিলাড়া মঠটি প্রত্মতত্ব অধিদপ্তর  কর্তৃক ঐতিহাসিক মঠ হিসেবে স্বীকৃত পেয়েছে।
কিভাবে যাওয়া যায়: মাহিলাড়া বাস স্ট্যান্ড রিক্সায় যাওয়া যায়

No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.