বদরখালী ডিগ্রী কলেজ চকরিয়া

 বদরখালী ডিগ্রী কলেজ চকরিয়া




কলেজটি চকরিয়া উপজেলার একেবারে পশ্চিমে বংঙ্গো সাগরে এর কূল ঘেষে মহেশখালী -বদরখালী চ্যানেলের পূর্ব প্রান্তে সুন্দর ও মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘন বসতি পূর্ণ সমবায় জনপদ বদরখালীতে অবস্থিত।  অত্র প্রতিষ্টানটি মহেশখালী মাতার বাড়ী দ্বীপাঞ্চাল সহ চকরিয়া উপজেলার প্রত্যন্ত এলাকার বিশেষ করে নারী শিক্ষা বিস্তারে অগ্রনী ভুমিকা পালন করে আসছে।
বদরখালী ডিগ্রী কলেজ  কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় অবস্থিত। ১৯৯৩ সালে ৫ একর ভূমির উপর কলেজটি প্রতিষ্ঠা করা হয়।[১]


পরিচ্ছেদসমূহ
১    অবস্থান ও আয়তন
২    ইতিহাস
৩    অবকাঠামো
৪    তথ্যসূত্র
অবস্থান ও আয়তন
কলেজটি চকরিয়া উপজেলার মহেশখালী - বদরখালী চ্যানেলের পূর্ব প্রান্তে একদম সাগরের কূল ঘেষে অবস্থিত। এর আয়তন ৫ একর।

ইতিহাস
১৯৯৩ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়।

অবকাঠামো
তথ্যসূত্র
 "বদরখালী কলেজ | চকরিয়া উপজেলা | চকরিয়া উপজেলা"
বিষয়শ্রেণীসমূহ: ১৯৯৩-এ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানকক্সবাজার জেলার কলেজ

No comments

Thanks

Theme images by compassandcamera. Powered by Blogger.