আড়িয়াল খাঁ নদী ফরিদপুর
আড়িয়াল খাঁ নদী
আড়িয়াল খাঁ নদী পদ্মা নদীর পূর্বপ্রান্তের শেষ এবং অন্যতম প্রধান শাখানদী। গোয়ালন্দঘাট থেকে প্রায় ৫১.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পদ্মা থেকে উৎপন্ন হয়ে ফরিদপুর ও মাদারীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বরিশাল-এর উত্তর-পূর্ব কোণে তেঁতুলিয়া চ্যানেলে পতিত হয়েছে। মাদারীপুর শহর এ নদীর ডান তীরে অবস্থিত। এ নদী সারাবছরই নাব্য থাকে এবং জোয়ারভাটা দ্বারা প্রভাবিত। মাদারীপুর পর্যন্ত স্বাভাবিক জোয়ারভাটার পরিসর ০.৩২ মিটার। নদীটির মোট দৈর্ঘ্য ১৬০ কিমি।
আড়িয়াল খাঁ চলার পথে নড়িয়া খাল, পালং খাল, ময়নাকাটা, ভুবনেশ্বর, কুমার কাইলার, নয়াভাঙ্গি প্রভৃতির মাধ্যমে পদ্মা নদীর সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছে। নদীর গতিপথ সর্বত্রই অাঁকা-বাঁকা। নদীটি ভাঙন প্রবণ, ভাঙনের দরুন বহু জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনও হচ্ছে। বর্তমানে মাদারীপুর শহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এ শহর সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পিয়াজখালি, চৌধুরীরহাট, উৎরাইল, দত্তপাড়া, কবিরাজপুর লতিখোলা, ছবিপুর, মাদারীপুর প্রভৃতি এ নদীর তীরবর্তী উল্লেখযোগ্য স্থান। আড়িয়াল খাঁ বিধৌত অঞ্চলে সেচ ও বৃষ্টি উন্নয়নের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আড়িয়াল খাঁ নদী পুনরুজ্জীবন প্রকল্প হাতে নেয়া হয়েছে।
আড়িয়াল খাঁ নদী পদ্মা নদীর পূর্বপ্রান্তের শেষ এবং অন্যতম প্রধান শাখানদী। গোয়ালন্দঘাট থেকে প্রায় ৫১.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পদ্মা থেকে উৎপন্ন হয়ে ফরিদপুর ও মাদারীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বরিশাল-এর উত্তর-পূর্ব কোণে তেঁতুলিয়া চ্যানেলে পতিত হয়েছে। মাদারীপুর শহর এ নদীর ডান তীরে অবস্থিত। এ নদী সারাবছরই নাব্য থাকে এবং জোয়ারভাটা দ্বারা প্রভাবিত। মাদারীপুর পর্যন্ত স্বাভাবিক জোয়ারভাটার পরিসর ০.৩২ মিটার। নদীটির মোট দৈর্ঘ্য ১৬০ কিমি।
আড়িয়াল খাঁ চলার পথে নড়িয়া খাল, পালং খাল, ময়নাকাটা, ভুবনেশ্বর, কুমার কাইলার, নয়াভাঙ্গি প্রভৃতির মাধ্যমে পদ্মা নদীর সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছে। নদীর গতিপথ সর্বত্রই অাঁকা-বাঁকা। নদীটি ভাঙন প্রবণ, ভাঙনের দরুন বহু জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনও হচ্ছে। বর্তমানে মাদারীপুর শহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এ শহর সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পিয়াজখালি, চৌধুরীরহাট, উৎরাইল, দত্তপাড়া, কবিরাজপুর লতিখোলা, ছবিপুর, মাদারীপুর প্রভৃতি এ নদীর তীরবর্তী উল্লেখযোগ্য স্থান। আড়িয়াল খাঁ বিধৌত অঞ্চলে সেচ ও বৃষ্টি উন্নয়নের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আড়িয়াল খাঁ নদী পুনরুজ্জীবন প্রকল্প হাতে নেয়া হয়েছে।
No comments
Thanks